Baishakhi – 2021

কোভিডি-১৯ মহামারীর প্রাক্কালে আশাকরি সবাই ভালো আছো। মহামারী পরিস্থিতি হওয়া সত্ত্বেও আমরা যে আমাদের বি.এস.এফ-এর প্রায় সকল অনুষ্ঠান যথাযথ উৎসাহ ও উদ্দীপনার সাথে পালন করে চলেছি, তার জন্য  সকল সদস্যকে জানাই আন্তরিক অভিন্দন। আমাদের সংগঠনের প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানই এক অনাবিল আনন্দ মুখর বাতাবরণ সৃষ্টি করে থাকে। সেই রেশ ধরে রাখতে আমাদের সংগঠন বদ্ধপরিকর। আমরা যেন নিজেদের এরকম আনন্দ উদ্দীপনায় সারা বছর রাখতে পারি।

আমাদের সর্বশেষ অনুষ্ঠান “চড়ুইভাতি”র রেশ কাটতে না কাটতেই বর্ষ শেষ এর সময় হয়ে এলো; অর্থাৎ পয়লা বৈশাখ আসন্ন। 

নববর্ষের নতুন সকাল, নতুন প্রাণের উচ্ছ্বাস নিয়ে আসবেনতুন সূর্য্যের স্নিগ্ধ আলোতে, ভোরের পাখির মিষ্টি ডাকে,
প্রত্যাশার সকালে যে নতুন আলোর পরশ আমাদের মনে লাগবে সেই সব দিয়েই আমরা নতুন বছরকে
নতুন ভরসায় ও নতুন উদ্দামে বরণ করে নেবো। নববর্ষের পরই আসছে রবীন্দ্র-জয়ন্তী ও নজরুল-জয়ন্তী।

এই সকল ভাবধারা একত্রিত করে আমাদের পরবর্তী ভারচুয়াল অনুষ্ঠান “বৈশাখী” ১৫ মে ২০২১ পালন করার পরিকল্পনা করা হয়েছে।
Our next event, “Baishakhi” which we have planned to organize virtually on 15th May 2021.